ভোররাতের শান্ত পদ্মা, হঠাৎই বজ্রের তীব্র গর্জন! কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার পদ্মার চরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বজ্রপাতে দুই নিরীহ কৃষকের ১১টি মহিষ প্রাণ হারিয়েছে।
স্থানীয় একটি বাথানে পরম যত্নে লালন-পালন করা হচ্ছিল এই মহিষগুলোকে। কৃষক ভাইদের স্বপ্ন আর জীবিকার অনেকটা অংশই নির্ভর করছিল এদের উপর।
এই ঘটনা শুধু কয়েকটি প্রাণীর মৃত্যু নয়, এ যেন কৃষকের বুকভরা স্বপ্ন আর কষ্টের ফসল হারানোরই প্রতিচ্ছবি। যারা দিনরাত পরিশ্রম করে নিজের হাতে এই প্রাণীগুলোকে বড় করে তুলেছিলেন, তাদের জন্য এই ক্ষতি কতটা অপূরণীয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রকৃতির এমন রুদ্র রূপের কাছে মানুষ সত্যিই অসহায়।
এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের প্রতি রইল গভীর সমবেদনা। তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি জুটুক, এই প্রার্থনা করি।