ধর্ষকদের বাঁচাতে ওসি মরিয়া : ওসিকে প্রত্যাহারের দাবি
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৫ | সময়ঃ ০১:০৭
ওসিকে প্রত্যাহারের দাবি
প্রেসরিলিজ :
কুষ্টিয়ার ভেড়ামারায় গত শনিবার রাতে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করেছে ধর্ষকরা । কিন্তু ভেড়ামারা থানার ওসি ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে না পাঠিয়ে স্বামী-স্ত্রীকে থানায় আটকে রেখেছে ।
দেখানো হচ্ছে ধর্ষকদের আটকের নাটক ! সাংবাদিকদের দেয়া হচ্ছে না কোন তথ্য। জনদরদী রাজনৈতিক নেতারা ও তথাকথিত মানবাধিকার কর্মীরা মুখে কুলুপ এটে বসে আছে । কত টাকা ঘুষ নেয়ার কারণে আইনি ব্যবস্থা নেয়নি ওসি ? পুলিশ সুপার কেন নীরব ? এই জঘণ্য ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই । সেই সাথে ধর্ষকদের দ্রুত গ্রেফতারসহ ওসির প্রত্যাহার দাবি করছি ।