logo

সময়: ০২:৪০, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৪০ অপরাহ্ন

চিরদিনের জন্য স্তদ্ধ হয়ে গেল একটি ক্ষুরধার কলম

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫ | সময়ঃ ০৬:৪৮
photo
সাইদুর রহমান রিমন

স্বাধীনবাংলা নিউজ : 

 অনুসন্ধানী সাংবাদিকতার  দীপ্তি ছড়িয়ে চলা এক সাহসী কলম যোদ্ধা অবশেষে  থেমে গেলেন।  অকুতোভয়  সাংবাদিক, দৈনিক বাংলাভূমির প্রধান সম্পাদক এবং বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার অগ্রসেনানী সাইদুর রহমান রিমন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঘটনা বিদায়ের মুহূর্ত, ৩০ জুলাই ২০২৫, বুধবার। পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সকাল ১১টার দিকে বুকের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করেন। সহকর্মীদের সহযোগিতায় তাকে রাজেন্দ্রপুরের নরওয়ে-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।রেখে গেছেন স্ত্রী, একমাত্র কন্যা, অগণিত সহকর্মী, পাঠক এবং শুভানুধ্যায়ী।

যে জীবন অনুসন্ধানে নিবেদিত,,সাইদুর রহমান রিমনের পুরো সাংবাদিকতা জীবন ছিল সাহস, সততা স্বচ্ছতার এক অনন্য উদাহরণ।বাংলাদেশ প্রতিদিন-এর অনুসন্ধানী রিপোর্টিং সেলের নেতৃত্ব দিয়েছেন বছরব্যাপী।কাজ করেছেন বাংলানিউজ, মানবজমিন, দৈনিক সংবাদ, মুক্তকণ্ঠ, বাংলাবাজার, এবং ইত্তেফাক- গুরুত্বপূর্ণ দায়িত্বে।

তার সাহসী প্রতিবেদন বহু দুর্নীতি উন্মোচন করেছে।তিনি ছিলেন ডিআরইউ বেস্ট রিপোর্টিংসহ বহু পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

অকালে চলে যাওয়া একজন আদর্শ সাংবাদিককে নিয়ে সাংবাদিক সমাজে নেমেছে গভীর শোকের ছায়া।ডিআরইউ, বিসিআরএফ, ক্র্যাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক সমবেদনা জানানো হয়েছে।

একজন রিমনযিনি শুধু নাম নন, অনুসন্ধানের প্রতিচ্ছবি, তার চলে যাওয়ায় শুধু একটি মানুষ হারায়নিহারিয়েছে একটি চেতনাসম্পন্ন কণ্ঠস্বর।তার সাহসিকতা, কর্মে নিষ্ঠা, সত্য সন্ধানের জেদ নতুন প্রজন্মের জন্য পথদ্রষ্টা হয়ে থাকবে।

  • নিউজ ভিউ 1134