logo

সময়: ১১:২৩, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:২৩ অপরাহ্ন

কুষ্টিয়া দৌলতপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:৩৬
photo
উন্নয়ন মেলার উদ্বোধন

স্বাধীনবাংলা নিউজ ,দৌলতপুর :

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন, দেশসেরা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান (দ্বিতীয় অবস্থান) ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

এ সময় তিনি বলেন, জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামাঞ্চলে উন্নয়নের সিংহভাগ বাস্তবায়িত হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে। তাই এই উন্নয়ন কার্যক্রম কে আরো গতিশীল করা ও জনকল্যাণে স্থানীয় সরকারের অবদান সমুহ সাধারণ মানুষের কাছে পৌছে দেবার জন্য এবারই প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী দপ্তর সমুহের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালী উপজেলা সড়ক প্রদক্ষিণ করে।

উন্নয়ন মেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ ১৭ টি দপ্তর তাদের ষ্টলে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন চিত্র, রেপ্লিকা ও লিফলেট প্রদর্শন করছে।

  • নিউজ ভিউ 4014