শহীদ জিয়ার নাম আর্ন্তজাতিক বিমান বন্দরে পুন:স্থাপন করার জোর দাবি
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
২৮ জুলাই, ২০২৫ | সময়ঃ ১০:৪৬
শহীদ জিয়ার নাম
স্বাধীনবাংলা নিউজ :
নবী ,রাসুল,ওলিরদের নাম যদি কোন স্থাপনায় রাখার ইসলামী বিধান থাকতো তা হলে সৌদিসহ বিশ্বের সকল মুসলিম দেশের স্থাপনা গুলোতে তাদের নাম অলংকৃত হতো । কিন্তু সচারাচর এমনটি দেখা জায়না।
শহীদ জিয়ার স্থাপিত বিমানবন্দরের নাম মুছে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর নাম রেখে ছিলেন হিংসার রানী শেখ হাসিনা ।
আমি শহীদ জিয়ার নাম আর্ন্তজাতিক বিমান বন্দরে পুন:স্থাপন করার জোর দাবি জানাচ্ছি ।
বিনীত-
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া জেলা ( কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,মেহেরপুর) ।