logo

সময়: ০২:৩১, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৩১ অপরাহ্ন

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি জানেন কি “ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন “ শতভাগ দুর্ণীতি মুক্ত প্রতিষ্ঠান

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:৩৩
photo
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নতুন ভবন

: শামসুল আলম স্বপন :

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি এনজিও বান্ধব মানুষ বাংলাদেশের দারিদ্র পীড়িত মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য আপনি নিরলস কাজ করে দেশের মানুষের যেমন আস্থা অর্জন করেছেন তেমন বিশ্ববাসীর কাছে পেয়েছেন বিরল সম্মান

আপনি নিশ্চয় জানেন দুর্ণীতিতে বাংলাদেশ অতীতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে যে দেশের সরকারি অধিকাংশ প্রতিষ্ঠানই দুর্ণীতির আখড়ায় পরিনত সে দেশে দুর্ণীতিমুক্ত প্রতিষ্ঠান আছে এমনটি ভাবাও অবান্তর। কিন্তু আমাদের প্রিয় বাংলাদেশেবাংলাদেশ এনজিও ফাউন্ডেশনএকমাত্র প্রতিষ্ঠান যা শতভাগ দুর্নীতি মুক্ত হয়তো কথা অনেকেই বিশ্বাস করতে চাইবে না।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে এগারো শত ক্ষুদ্র এনজিওদের নিয়ে দেশের প্রায় এক কোটি হতদরীদ্র মানুষের স্বাবলম্বী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান প্রতিবছর সহযোগি সংস্থার মাঝে শত শত কোটি টাকা অনুদান বিতরণ করে থাকে। মজার ব্যাপার হলো প্রতিষ্ঠান থেকে অনুদান পাইতে (এক) টাকাও ঘুষ দেয়া লাগে না। বরং প্রকল্প জমা দেয়ার পর যাচাই বাচায়ে টিকে গেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সংশ্লিষ্ট এনজিওকে চিঠি দিয়ে ডেকে নিয়ে রাজকীয় আপ্যায়ন করে অনুদানের চেক প্রদান করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পিওন থেকে চেয়ারম্যান পর্যন্ত কাউকে এককাপ চাও খাওয়ানো লাগেনা।

শুধুতাই নয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যে সকল পরীবিক্ষণ উপদেষ্টা গণ মাঠ পর্যায়ে প্রকল্প মনিটরিং আসেন তারাও দুর্নীতির উর্ধে। এমন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বীত

দেশের ১১শত ক্ষুদ্র এনজিও পক্ষ থেকে আপনার কাছে আবেদন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত দেশের সকল সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন তা হলে দেশ এগিয়ে যাবে ,দাঁড়াবে উন্নত বিশ্বের কাতারে।

 

ধন্যবাদান্তে-

শামসুল আলম স্বপন

নির্বাহী পরিচালক

সেবা (পল্লী উন্নয়ন সংস্থা) কুষ্টিয়া । 

মোবা :০১৭১৬৯৫৪৯১৯

  • নিউজ ভিউ 1314