logo

সময়: ০৫:০৩, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৩ অপরাহ্ন

বিচারপতিরা সাবধান !

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই, ২০২৫ | সময়ঃ ০৭:৪২
photo
বিচারপতি শামসুদ্দিন মানিক



সহিহ হাদিস : বিচারপতিদের বিচার হবে দু’বার । একবার ইহকালে আরেকবার কিয়ামতের মাঠে । হ্যাঁ, বিচারপতির বিচার দুবার হবে এই মর্মে হাদিস রয়েছে। একটি হাদিসে এসেছে, "যদি বিচারক ইনসাফের সাথে বিচার করে, তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। আর যদি ভুল করে, তবে সে একগুণ সওয়াব পাবে। " এর অর্থ হল, একজন বিচারক যখন ন্যায় বিচার করেন, তখন তিনি দুটি পুরস্কার পান: একটি হলো তার কাজের জন্য এবং অপরটি হলো ন্যায়বিচারের জন্য। আর যদি বিচারক ভুল করেন, তবুও তিনি একটি সওয়াব পাবেন, তবে তা ন্যায়বিচারের জন্য নয়, বরং চেষ্টা করার জন্য।


ইসলামী শরীয়তে বিচারক বা বিচার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বিচারক বা কাজী (মুসলিম বিচারক যিনি শরিয়া অনুসারে সিদ্ধান্ত দেন) কে ইনসাফের সাথে বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, "যে বিচারক ইনসাফ করে, আল্লাহ তার সাথে থাকেন। আর যখন সে জুলুম ( অন্যায় বিচার ) করে, তখন আল্লাহ তাকে ত্যাগ করেন এবং শয়তান তার সঙ্গী হয়।"
সুতরাং, বিচারকের বিচার দুবার হবে এই হাদিসটি ইনসাফের সাথে বিচার করার গুরুত্ব এবং ভুলের ক্ষেত্রেও চেষ্টার স্বীকৃতি দেয়। বিচারপতি শামসুদ্দিন মানিক এ হাদিসের জ্বলন্ত উদাহরন ।
 

  • নিউজ ভিউ 828