logo

সময়: ০৫:১৪, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:১৪ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর লাশ

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই, ২০২৫ | সময়ঃ ০৬:৩৫
photo
সাজিদ আবদুল্লাহ।

 
 
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন
 
উজ্জ্বল মাহমুদ:
 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ভেসে উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লা/শ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত যুবকের নাম সাজিদ আবদুল্লাহ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাহ আজিজুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।
 
ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পরবর্তীতে পুলিশ লা/শ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন,“ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা পুকুর পাড়ে যাই। এটি দুর্ঘটনা, আত্মহত্যা, না অন্য কোনো কারণ— তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন।”
 
 
 
তবে শিক্ষার্থী ও স্থানীয়দের অনেকে মনে করছেন, এ ঘটনা বিচ্ছিন্ন নয় বরং বিশ্ববিদ্যালয় এলাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিফলন। তারা প্রশাসনিক নিষ্ক্রিয়তা, পুলিশের উদাসীনতা ও কিছু ‘প্রভাবশালী মহলের ছত্রছায়ায়’ সংঘটিত অপরাধকে দায়ী করছেন।
 
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর ভাষ্য,“পুরো ক্যাম্পাস এখন জখম, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সয়লাব। যেখানে বিশ্ববিদ্যালয়ের পুকুরেও লা/শ ভেসে উঠছে, সেখানে আমরা কতটা নিরাপদ — এ প্রশ্ন এখন সবার।”
 
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি সেখ মেহেদী হাসান বলেন,“নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
 
এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা, উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা হুমকির মুখে?
গত কয়েক মাসে ইবিতে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে র‌্যাগিং, হামলা, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ উঠেছে। এবারের লা/শ উদ্ধারের ঘটনা যেন প্রশাসনের ঘুম ভাঙানোর একটি ভয়ানক বার্তা হয়ে দাঁড়িয়েছে।
  • নিউজ ভিউ 486