logo

সময়: ০৫:০৭, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫ | সময়ঃ ০৬:৩০
photo
ফ্রী মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :


বৈরী আবহওয়ার মধ্যেও স্কুলের ছাত্র-ছাত্রী সাধারণ মানুষের স্ফতঃফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া ফ্রী মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া শহরতলী হাটশ হরিপুর দি ওর্ল্ড কুষ্টিয়া হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মজনুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদ সভাপতি খন্দকার সরোয়ার হোসেন, লালন টিভির সম্পাদক সেলিম মাহমুদ, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খোন্দাকার রিপন প্রমুখ ।

বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন কুমার প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার এই আয়োজনকে সাধুবাদ জানাই। তিনি বলেন, ফ্রী মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচী একটি মহতি উদ্যোগ। এখান থেকে এলাকার মানুষ বিনা খরচে চিকিৎসা ওষধ পাচ্ছে। পাশাপাশি রক্তদান কর্মসুচীর মাধ্যমে ক্যাম্পে আশা ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ রক্তের গ্রæ টেষ্ট করে জানতে পারছে তাদের শরিলে রক্তের গ্রæ কি। কারণ অসুস্থ মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন অনেকের ইচ্ছা থাকা সত্বেও রক্ত দিতে পারে না। রক্তের গ্রæ করা থাকলে তারা ওই অসহায় রোগীদের পাশে দাঁড়াতে নিজেরাই রক্ত দিতে এগিয়ে আসবে। তাই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।


অন্যান্য বক্তারা বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া সাংবাদিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আজকের এই ফ্রী মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসুচী স্মরনীয় করে রাখবে। সাংবাদিকরা সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসলে দেশ জনগণ উপকৃত হবে। আমরা আশা করি কুষ্টিয়ায় সাংবাদিক ফোরাম আরো বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।


অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীদেরকে রক্তের গ্রæ এবং বিনা মুল্যে অসহায় গরীব দুঃস্থ নারী পুরুষকে চিকিৎসার পাশাপাশি ওষধ দেয়া হয়।

  • নিউজ ভিউ 999