logo

সময়: ০২:৩১, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৩১ অপরাহ্ন

পৌর বিএনপির সম্মেলন, নেতা নির্বাচন গোপন ব্যালটে

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুন, ২০২৫ | সময়ঃ ০৬:০৩
photo
পৌর বিএনপির সম্মেলন

স্বাধীনবাংলা নিউজ : 

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শওকত হাসান বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বক্তব্য দেন পৌর বিএনপির সদস্যসচিব এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট খাদেমুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোপন ব্যালটের মাধ্যমে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত নেতৃবৃন্দ নির্বাচন করা হচ্ছে। এই প্রক্রিয়া গণতন্ত্রচর্চারই অংশ। তাঁরা আরও বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, নির্যাতিত হয়েছেন, তাঁদেরই মূল্যায়ন করছে বিএনপি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর স্থান নেই। বিএনপি জনগণের দল, এবং জনগণের ভোটেই ক্ষমতায় ফিরবে।”

সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১টি ওয়ার্ডের মোট ১,৪৯১ জন ভোটার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোট গ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

  • নিউজ ভিউ 549