logo

সময়: ০৫:০৩, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৩ অপরাহ্ন

বিশ টাকায় মন্দির ! নিশ্চয় এবার খুশি হবেন মোদি

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২২ জুন, ২০২৫ | সময়ঃ ১১:৩০
photo
বিশ টাকায় মন্দির !



: শামসুল আলম স্বপন :


নিশ্চয় এবার খুশি হবেন মোদি । বাংলাদেশের নতুন বিশ টাকায় দিনাজপুরের কান্তাজিউ মন্দিরের ছবি দেয়া হয়েছে। এখন থেকে মোমিন মুসল্লিরা মসজিদে যাবেন মন্দির পকেটে করে । ড. ইউনুসের অর্থ উপদেষ্টার এ উপহার শুধু মোদি নয়, দেশের হিন্দু সম্প্রদায়ও খুব খুশি হবেন তাতে কোন সন্দেহ নেই। রাজনৈতিক দল গুলো হিন্দুদের ভোটের কাঙ্গাল তাই তারা বিরোধীতা করবে না ,জানাবেনা কোন প্রতিবাদ। জামায়াতে ইসলামে তো রয়েছে হিন্দু শাখা । তারা এ ছবির বিরোধীতা করলে তো ভগবান নারাজ হবে তাদের উপর । তওবা করলে তো আল্লাহ মাফ করেন কিন্তু ভগবান তো মাফ করেন না! তাই জামায়াতে ইসলাম প্রতিবাদ করবেনা কোন দিন। কিন্তু হেফাজতে ইসলাম ও পীর বাবারা কেন যে নীরব তা বুজতে পারছি না। হিন্দুরা ভারতে একের পর এক মসজিদ মাটির সাথে মিশিয়ে দিলেও আমরা প্রতিবাদ করিনা। এবার মসজিদের ভিতর মন্দির ঢুকিয়ে ইসলাম বিদ্বেশীরা নাক ডেকে ঘুমোচ্ছে । আর ধর্ম ব্যবসায়ীরা ফতোয়া নিয়ে রয়েছে মহা ব্যস্ত । কিছু বলার নেই ।

  • নিউজ ভিউ 1395