logo

সময়: ০৫:০৯, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৯ অপরাহ্ন

কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেবেন খামেনি

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৮ জুন, ২০২৫ | সময়ঃ ০৪:৫৫
photo
খামেনি

অনলাইন ডেক্স : 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে বক্তব্য রাখবেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত শুক্রবার ইসরায়েল ইরানে আক্রমণের পরই তাকে টিভিতে সবশেষ দেখা গিয়েছিল। খামেনিকে নিয়ে ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার অবস্থান জানলেও তাকে এখনই হত্যার পরিকল্পনা নেই। এরই মধ্যে টেলিভিশনে বার্তা দিচ্ছেন তিনি।  

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংকট মোকাবেলায় ‘জাতীয় ঐক্য রক্ষার’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কোনো সমস্যা দেশকে বিপন্ন করতে পারবে না, এবং এই কারণে জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আমি বিশ্বাস করি যে জাতীয় সংহতি এবং ঐক্যের মাধ্যমে আমরা যেকোনো সংকট কাটিয়ে উঠব। ’

 

তাসনিম নিউজ জানায়, প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেজেশকিয়ান। দেশের প্রতিমন্ত্রীদের নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগের নির্দেশও দিয়েছেন তিনি। 

  • নিউজ ভিউ 837