অনলাইন ডেক্স :
ভারতীয় রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থার সাথে ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ, বাংলাদেশি মুদ্রায় যা ২০০ কোটি টাকারও বেশি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানায়, কলকাতাভিত্তিক ডিফেন্স শিপইয়ার্ড গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এর সঙ্গে এই চুক্তি ছিল। তবে তা বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বছর জুলাইয়ে ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ ত্রিপাঠি ঢাকা সফরে গিয়ে এই চুক্তি করেন। তবে আগস্টে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। তারই ধারাবাহিকতায় এই চুক্তি বাতিল।
৮০০ টন ওজনের সমুদ্রগামী টাগবোটের জন্য জিআরএসই-এর সাথে চুক্তিটি ছিল প্রতিরক্ষা ক্রয়ের জন্য ভারতের ৫০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইনের অধীনে প্রথম বড় চুক্তি। টাগটির দৈর্ঘ্য ছিল ৬১ মিটার। পুরোপুরি পূর্ণ থাকলেও এর গতি হওয়ার কথা ছিল অন্তত ১৩ নট।
জিআরএসইর পক্ষ থেকে বুধবার এক চিঠির মাধ্যমে চুক্তি বাতিলের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘রেগুলেশন 30 এবং ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (লিস্টিং বাধ্যবাধকতা এবং প্রকাশের প্রয়োজনীয়তা) রেগুলেশনস, 2015 এর অন্যান্য প্রযোজ্য বিধানের পরিপ্রেক্ষিতে, সংশোধিত (সেবি লিস্টিং রেগুলেশনস) হিসাবে, আমরা আপনাকে জানাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বুধবার একটি এক্সচেঞ্জ ফাইলিং আদেশে কোম্পানিটি বাতিল করেছে।’