কুষ্টিয়া পৌরসভা জুগিয়ার ২ কিঃ মিঃ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
২২ মে, ২০২৫ | সময়ঃ ১১:০৩
জনদুর্ভোগ চরমে
স্বাধীনবাংলা নিউজ : কুষ্টিয়া পৌরসভার সব থেকে নিকটবর্তী এলাকা ১৫নং ওয়ার্ড জুগিয়া। এই এলাকার বসবাসরত মানুষের গলার কাঁটা প্রধান এই সড়কটি।
অনেকে বলছে, কুষ্টিয়া পৌরসভা বা এলজিইডি কর্তৃপক্ষ কখনো মনে হয় এই এলাকাটি পরিদর্শন করেনি। যদি করতে তবে এই হাল অবস্থা থাকতো না। কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড জুগিয়া কানাবিল মোড় হতে গোরস্থান পর্যন্ত ২কিঃ সড়ক বছরের পর বছর ধরে বেহাল দশা। এই এলাকাটিতে যতটা লোক বসবাস করে যার জন্য কুষ্টিয়ার প্রাণকেন্দ্র মজমপুর গেটে আলাদা একটি অটো স্ট্যান্ড রয়েছে। এটি একটি কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক। কুষ্টিয়াবাসীরা সবাই এই রাস্তা সম্পর্কে অবগত আছেন। শুধু অবগত নেই কর্তৃপক্ষ। শুধু এই রাস্তার জন্য তেমন কোন পরিবর্তন বা নগরায়ন গড়ে উঠছে না এই এলাকাটিতে। যুগ যুগ ধরে বালির ঘাট ইজারা দিয়ে সরকার শত শত কোটি রাজস্ব আঁদায় করলেও টেকসই সড়ক উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয়নি কর্তৃপক্ষ থেকে। কিন্তু বর্তমান সময়ে এসেও অবহেলিত এই এলাকাটিতে রাস্তাটি এখন বিষফোঁড়া। বিষয়টি নিয়ে অনেকেই ব্যক্তিগত ভাবে জানানো হলেও কোন আমলে নিচ্ছেনা পৌর বা এলজিইডি কর্তৃপক্ষ। বিগত দিনে এই সম্পর্কে মুখ খুলতে ভয় পেতেন প্রভাবশালীদের ক্ষমতা জোড়ে। কিন্তু বর্তমানে ড্রাম ট্রাক চলাচল বন্ধ হলে কিছুটা স্বস্তি মিললেও বর্তমানে কাঁদা মাটিতে জর্জরিত সড়কের বেহাল দশাতে হাজারো পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের দাবী দ্রুত সড়কটি মেড়ামত করে এলাকার বসবাসরত মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকরি পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ।