স্বাধীনবাংলা নিউজ :
পারিবারিক কলহের জেরে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বোয়ালদাহ মেছোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান।
নিহত রত্না খাতুন (২৫) ওই এলাকার আমোদ আ
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, আট বছর আগে টুটুল ও রত্নার বিয়ে হয়। কয়েক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তারপর রত্না অন্য একজনকে বিয়ে করেন। কিন্তু তার সেই সংসার টেকেনি। পরে রত্না আবার তার প্রথম স্বামী টুটুলের কাছে ফিরে আসেন।
দুপুর দেড়টার দিকে দুজনের মধ্যে কলহ হয়। তখন টুটুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করে। স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। তারপর ইঁদুর মারার বিষ খেয়ে টুটুল নিজেও অজ্ঞান হয়ে যায়।
বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটি আসে। তারা দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
জরুরি বিভাগের চিকিৎসক রত্নাকে মৃত ঘোষণা করেন এবং টুটুলকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লীর মেয়ে। স্থানীয় ওমর আলীর ছেলে টুটুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে।