নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়ার পর কুষ্টিয়ায় বিএনপিতে যোগ দিতে ফ্যাসিষ্টদের দৌড়ঝাপ শুরু হয়েছে । শুধু টাকা পয়সা নয়, যে কোন মূল্যে ঢুকতে হবে বিএনপিতে। পেতে হবে পদ। তা হলে মুছে যাবে অতীতের সকল ফ্যাসিষ্ট কর্মকান্ড । হাইব্রীড বিএনপি নেতা হয়ে আবারো দাঁপিয়ে বেড়ানো যাবে শহরময়। বেঁচে খাওয়া যাবে ব্যক্তি স্বার্থ-এ বিএনপিকে। দলকে ব্যবহার করা যাবে আওয়ামীলীগের মত। কামানো যাবে দু’হাতে । এই মানসিকতা নিয়ে কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফ্যাসিষ্ট জিয়া সর্দার, ফ্যাসিষ্ট আশরাফুল ইসলাম খগেন, ফ্যাসিষ্ট সাইফুল ইসলাম, ফ্যাসিষ্ট আবু জাফর সুজনসহ আরো বেশ কয়েক জন ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিল্টন সর্দারের ঘাড়ে চড়ে বিএনপিতে যোগ দান করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়টি নিয়ে এলাকাতে যেমন চলছে গুন্জন তেমন প্রতিবাদী হয়ে উঠেছে বিএনপি’র সাধারন নেতা-কর্মীরা । এলাকাবাসী বলছে গত ১৬ বছর যারা বিএনপি’র নেতা-কর্মী- সমর্কদের ঘরে ঘুমোতে দেয়নি তারা যদি টাকা পয়সা দিয়ে বিএনপিতে ঢোকে তা হলে আমরা এত দিন এত কষ্ট করলাম কেন ?
এলাকাবাসী বিষয়টি দেখভাল করার জন্য জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি দাবি জানিয়েছে। এ বিষয়ে বিএনপি নেতা মিল্টন সর্দারের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।