logo

সময়: ০৫:৫১, বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৫১ পূর্বাহ্ন

এ্যাড. তৌহিদুল ইসলাম আলম জাতীয়তাবাদী চেতনার এক মূর্তমান প্রতীক

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:২৫
photo
এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

স্বাধীনবাংলা নিউজ :
 
এ্যাড. তৌহিদুল ইসলাম আলম জাতীয়তাবাদী চেতনার এক মূর্তমান প্রতীক। শত অত্যাচার, নির্যাতন সহ্য করে ১৯৭৯ সাল থেকে আজ
পর্যন্ত বিএনপি’র হাল ধরে আছেন তিনি । স্বৈরাচার এরশাদ আর খুনি হাসিনার শাসনামলে ৪ শতাধিক মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলার আসামী হয়ে বিভিন্ন মেয়াদে দীর্ঘ ৪ বছর জেল খেটেছেন তিনি। সে সময় বিএনপি ছাড়ার জন্য তাকে দেওয়া হয়েছে নানা প্রলোভন। কিন্তু তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এক অকুতোভয় সৈনিক । লোভ -লালসা দিয়েও কেউ তাকে বিচ্যুত করতে পারেনি বিএনপি থেকে । তিনি বিএনপি’র জন্য অবিচল ও অটল । জনপ্রিয়তায় তিনি ভেড়ামারাবাসীর কাছে এক অবিসংবাদিত নেতা। নিজ যোগ্যতায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ভেড়ামারা পৌর সভার মেয়র ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান। আজও ভেড়ামারাবাসী তার যোগ্যতাকে সম্মান করেন ।
 
তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে প্রস্তুত করা হচ্ছে এক্সক্লুসিভ প্রতিবেদন। প্রতিবেদনটি পড়তে চোখ রাখুন shadinbangla.news-এ।
 
বার্তা সম্পাদক
  • নিউজ ভিউ 1314