logo

সময়: ১০:৪৫, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১০:৪৫ অপরাহ্ন

আজ কুষ্টিয়াতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ০৬ মার্চ, ২০২৫ | সময়ঃ ০৮:৪৩
photo
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

 

 

শামসুল আলম স্বপন,কুষ্টিয়া :  


আজ ৬ মাচ বৃহস্পতিবার দুপুরে  কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াা মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকিসুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল রহমান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান , শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, প্রমুখ।
আবরার ফাহাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। এর পর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অত্যন্ত মেধাবী ছাত্র আবরার ফাহাদ ১৯৯৮ সালে ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। আবরার কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন। নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ২০১৮ সালের ৩১ মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। পড়াশোনা চালাকালীন তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। দায়ের হয় হত্যা মামলা। ওই মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র (চার্জশিট) দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ২০ জনের মৃত্যুদন্ড দেন আদালত। এই মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলে কুষ্টিয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করার দাবি জানান কুষ্টিয়াবাসী । উদ্বোধনের মধ্য দিয়ে আজ  তা সার্থক হলো ।


 

  • নিউজ ভিউ 261