logo

সময়: ১০:৪৫, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১০:৪৫ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের মধ্যে ৬জনই আওয়ামীলীগ: প্রতিবাদ ও নিন্দার ঝড়

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ০৬ মার্চ, ২০২৫ | সময়ঃ ০৭:৫৬
photo
প্রতিবাদ ও নিন্দার ঝড়

 

শামসুল আলম স্বপন,কুষ্টিয়া : ৬/০২/২৫ :

 

  কুষ্টিয়া জেলা ক্রীড়ার সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে যা নিয়ে কুষ্টিয়ায় যেমন চলছে তোলপাড় তেমন সৃষ্টি হয়েছে বিতর্ক ।   অভিযোগ উঠেছে ৯ সদস্যের কমিটিতে ৬জনই  ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসররা স্থান পেয়েছে। এই কমিটির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জেলাবাসী ও কুষ্টিয়া জেলা বিএনপি । অবিলম্বে এই কমিট বাতিল করা না হলে কুষ্টিয়া জেলা বিএনপি জেলা প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন ।  


কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দৈনিক আমাদের সময়কে বলেন কুষ্টিয়া জেলা ক্রীড়ার সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করে জেলা প্রশাসন প্রমাণ করেছেন তারা আওয়ামী ফ্যাসিষ্টদের পৃষ্ঠপোষক । এই কমিটি বাতিল না করলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে জেলা প্রশাসন। আওয়ামী ফ্যাসিষ্টদের আর ছাড় দেয়া হবে না।


 এই কমিটির দায়িত্ব  নিতে নারাজ কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান । তিনি দৈনিক আমাদের সময়কে বলেন এই কমিটি সম্পর্কে আমি কিছুই জানিনা । কমিটিতে যদি আওয়ামীলীগের কেউ স্থান পেয়ে থাকে লিখিত  অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিব ।


  কুষ্টিয়া জেলা ক্রীড়ার সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন প্রদানকারী জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম (এনডিসি)’র অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন আমাদের অফিসে নাম গুলো তো ভূতে দিয়ে যায়নি। কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে আমরা যে ভাবে পত্র  পেয়েছি সে ভাবেই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


অনুমোদিত কমিটি পর্যালোচনা করে  দেখা যায় পদাধিকার বলে এই কমিটির আহ্বায়ক কুষ্টিয়ার জেলা প্রশাসক, সদস্য মো: আকরাম হোসেন ( আওয়ামী পন্থী), কে,এম,আবুল বাশার ( আওয়ামী পন্থী), কাজী ইমদাদুল বাশার রিপন ( আওয়ামী পন্থী), এ্যাডভোকেট রুপালী খাতুন ( আওয়ামী পন্থী), মো: মহাবুল আলম, ( আওয়ামী পন্থী), মো: পাভেজ মোশারফ ( ছাত্র প্রতিনিধি, মো: নুরুল কাদের ( আওয়ামী পন্থী) ও জেলা ক্রীড়া কর্মকর্তা,কুষ্টিয়া ।  


অনুমোদিত আওয়ামীপন্থী কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি বাতিল করার জোর দাবি জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণ ।

 

  • নিউজ ভিউ 612