logo

সময়: ০২:৩৬, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০২:৩৬ অপরাহ্ন

ভেড়ামারা মনিপার্কে জাতীয়াতাবাদী সাংবাদিক ফোরামের জমকালো বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ০৮:০৩
photo
বনভোজন অনুষ্ঠিত

 

ইসমাইল হোসেন বাবু,ভেড়ামারা থেকে :


ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে  চমৎকার বিনোদন কেন্দ্র ভেড়ামারা মনিপার্কে ২২ ফেব্রুয়ারী শনিবার কুষ্টিয়ার জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী আনন্দ উল্লাস ও  বনভোজন শেষে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার  সিনিয়র সহ-সভাপতি, স্বাধীনবাংলা নিউজের সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার কুষ্টিয়া  প্রতিনিধি তারিকুল হক তারিক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ব বিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার বদরুদ্দোজা। ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও লালন টিভির সম্পাদক সেলিম মাহমুদ ।


প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক বলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার বনভোজন আমাকে মুগ্ধ করেছে। সুন্দর পিকনিক স্পটে এমন একটি অসাধারন আয়োজন মনে রাখার মত। এখানে আসলে পদ্মার অভুতপূর্ব  প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যায়। এ আয়োজনের জন্য  তিনি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানান । পরে তিনি অতিথি ও সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।


 জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল বলেন বনভোজনের আয়োজন করতে যেয়ে অনেকের সহযোগিতা পেয়েছি আবার কেউকেউ অসহযেগিতা করার পরও আল্লাহর অশেষ রহমতে সফল হয়েছি। এর পরও আমার মনের আশা পুরণ করতে পারিনি। এটা আমার কষ্ট । আগামী দিনে সবাইকে নিয়ে আরো ভাল কিছু করতে চাই।
সভাপতি সমাপ্তি বক্ত্যবে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার  সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম স্বপন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে বনভোজন শতভাগ সফল হয়েছে । এর সকল কৃতিত্ব জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক  সম্পাদক সেলিম মাহমুদ ও সকল সদস্যের। অনুষ্ঠানের কোন ব্যর্থতা থাকলে তার দায়িত্ব আমার । তিনি বলেন আগামীতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম প্রশাসন ও সদস্য সাংবাদিকদের নিয়ে জেলাবাসীর কল্যাণে ভূমিকা পালন করবে।  

এই বনভোজন অনুষ্ঠানে  ৪৫ জন নবীন -প্রবীণ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

  • নিউজ ভিউ 3600