logo

সময়: ১১:২৭, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:২৭ অপরাহ্ন

বাংলাদেশটি-টোয়েন্টিতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শোধ তুলল

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ১০:৫০
photo
হোয়াইটওয়াশ করে শোধ তুলল

অনলাইনডেক্স :

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেন্ট কিটসের সেই লজ্জার প্রতিশোধ সেন্ট ভিন্টসেন্টে তুলল টাইগাররা। দেশটির রাজধানী কিংসটাউনের আর্নস ভে

আজ শুক্রবার বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৮০ রানের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে লাল-সবুজ জার্সিধারীরা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারের ২০ বল আগেই ১০৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তাসকিন আহমেদ-শেখ মেহেদীর বলে দিশেহারা হয়ে ওঠে স্বাগতিকরা। ৭ রানের মধ্যে ব্র্যান্ডন কিং ও জাস্টিন গ্রেভসের বিদায়ের পর ৫০ রানের আগেই আরও ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর একে একে ফিরে যান নিকোলাস পুরান, রোস্টন চেজ ও জনসন চার্লস। দলীয় ৬০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রোভম্যান পাওয়েল ফিরলে মহাবিপদে পড়ে স্বাগতিকরা। 

 

সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোমারিও শেফার্ড ও গুড়াকেশ মোতি। তবে রিশাদ হোসেনের দুর্ধর্ষ স্পিনে সেটিও ৩৫ রানের বেশি স্থায়ী হয়নি। দলীয় ৯৫ রানে সপ্তম উইকেট হারানো দলটি শেষমেশ অলআউট হয় ১০৯ রানে। শেফার্ডের ২৭ বলে ৩৩ রানই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। 

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার মেহেদী। ২টি উইকেট তাসকিন আহমেদেরও।

শেয়ার করুন

  • নিউজ ভিউ 972