logo

সময়: ১১:২৯, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:২৯ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা বিএনপি’র তৎপরতায় জগতি সুগার মিল পুনরায় চালুর উদ্যোগ

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ০৬:০৩
photo
জগতি সুগার মিল

 
 
 
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া:
 
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম অনতিবিলম্বে শুরু করার লক্ষ্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  হাবিবুর রহমানের সাথে জেলা বিএনপি’র এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার দুপুরে সুগারমিলের অফিস কক্ষে অনুষ্ঠিত এই সভায় মিলের চলমান পরিস্থিতি, শ্রমিকদের চাহিদা, এবং আখ চাষীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও  সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
 
 হাবিবুর রহমান জানান, আখ মাড়াই কার্যক্রম দ্রুত শুরু করার জন্য মিলের প্রযুক্তিগত প্রস্তুতি এবং আর্থিক দিকগুলো ইতোমধ্যেই পর্যালোচনা করা হয়েছে। তিনি আখ চাষীদের সঙ্গে মিলের সম্পর্ক দৃঢ় করার এবং তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
 
 ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, "জগতি সুগার মিল শুধুমাত্র একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের আখ চাষীদের জীবিকার প্রধান অবলম্বন। মিলের কার্যক্রম দ্রুত শুরু হলে স্থানীয় অর্থনীতি আরও সচল হবে এবং শ্রমিকদের দুর্ভোগ লাঘব হবে। "
 
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা মিলের কার্যক্রম পুনরায় চালুর প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা আশাবাদ প্রকাশ করেন যে, মিলের কার্যক্রম চালু হলে আখ চাষীরা তাদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
 
উল্লেখ্য, জগতি সুগার মিল দীর্ঘদিন ধরে এলাকার আখ চাষীদের একটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তবে সাম্প্রতিক কিছু কারণে মাড়াই কার্যক্রম বন্ধ থাকায় আখ চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।
  • নিউজ ভিউ 1503