logo

সময়: ০৫:০৭, সোমবার, ০৪ আগস্ট, ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৭ অপরাহ্ন

খালেদা জিয়া চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪ | সময়ঃ ০৬:২১
photo
খালেদা জিয়া

স্বাধীনবাংলা নিউজ :

শিগগিরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানকার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘লন্ডনে তীব্র শীত পড়ার আগেই আমরা বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এ জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স দরকার। সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে। ’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। পরের দিন ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এ কারাদণ্ডের পর তিনি দুই বছরের বেশি কারাবন্দি ছিলেন। পরে সরকারি আদেশে বারবার তার কারামুক্তির মেয়াদ বাড়ানো হয়।

 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এ ছাড়া তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

  • নিউজ ভিউ 3411