logo

সময়: ১২:২৬, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ১৮ জন ক্যান্সার জয়ীকে দেয়া হলো সম্বর্ধনা

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৪ | সময়ঃ ০৬:৫২
photo
ক্যান্সার জয়ী

 
নিজস্ব প্রতিবেদক : স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুষ্টিয়ায় স্তন ক্যান্সার জয়ীদের সম্বর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর দুপুরে কুষ্টিয়া শহরের সনো কনসালটেশন সেন্টারের হলরুমে ১৮জন স্তন ক্যান্সার জয়ীকে সম্বর্ধনা দেয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সনো হসপিটালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৌছিফুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. রেফাজ উদ্দীন, সনো কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে, শিক্ষাবিদ রেবেকা সুলতানা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ১৮জন ক্যান্সার জয়ীকে দেয়া হলো সম্বর্ধনা দেয়া হয়।
  • নিউজ ভিউ 1341