logo

সময়: ১২:২৪, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া উজানগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ০৯:১০
photo
ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 
 
উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া :
 
কুষ্টিয়া মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 
 
শুক্রবার বিকেল ৫ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম হাই স্কুল মাঠে উজান গ্রাম উজ্বালা ক্লাবের  স্পোর্টসের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
 
খেলায় অংশগ্রহণ করেন, 'সরকার ফাউন্ডেশন ফুটবল একাদশ' বনাম উজানগ্রাম উজালা ক্লাব ফুটবল একাদশ কুষ্টিয়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শতশত দর্শক উপভোগ করে খেলাটি।
 
 
 ৩০ মিনিটের খেলায় সরকার ফাউন্ডেশন ফুটবল একাদশ দুই  গোলে উজানগ্রাম উজালাক্লাব একাদশ কে পরাজিত করে।
 
উজানগ্রাম ইউনিয়ন  বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক- শরিফুল ইসলামের সভাপতিত্বে 'খেলাটির প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, কুষ্টিয়া  জেলা বিএনপি'র  সাবেক যুগ্ন সাধারন সম্পাদক -ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
 
 বিশেষ অতিথি ছিলেন,শহীদুজ্জামান খোকন-( সাবেগ যুগ্ম সাধারণ সম্পাদক সদর থানা বিএনপি) সাইফুল ইসলাম ভুট্টো, (সহ সভাপতি সদর থানা বিএনপি),জিল্লুর রহমান জনি -(সাবেক সদস্য সচিব' সমন্বয় কমিটি জেলা যুবদল),উজ্জল মাহমুদ (সাবেক সদস্য সদর থানা ছাত্রদল), আরিফুর রহমান সুমন( আহবায়ক- জেলা কৃষক দল), অ্যাডভোকেট নুরুল ইসলাম (সদস্য সচিব- জেলা কৃষক দল), আশরাফুল ইসলাম (সদস্য সচিব -সদর থানা কৃষক দল),আইয়ুব হোসেন (যুগ্ন সম্পাদক গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপি), সাধু বিপ্লব হোসেন মিয়া (আহবায়ক-১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষক দল), সুজানুর রহমান(সদস্য সচিব উজানগ্রাম ইউনিয়ন কৃষক দল), আক্তার হোসেন মন্ডল (সিনিয়র যুগ্ন আহবায়ক ১০ নং উজান গ্রাম ইউনিয়ন কৃষক দল), শরিফুল ইসলাম (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন বিএনপি), সংগ্রামী রাজপথের বিএনপি'র ত্যাগী  নেতা -বোরহান উদ্দিন বাবু, বিএনপি নেতা -আলম মন্ডল, আনিসুর রহমান,খোকন,বেলাল,সহ অত্র এলাকার তৃনমূলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসময়  উপস্থিত ছিলেন।  
 
 
অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও  সদর থানা বিএনপি'র প্রচার সম্পাদক নাজমুল হোসেন।
 
 
 
এ সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার  বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং  অত্র এলাকার যুব সমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।
 
শেষে বিজয়ী দলের অধিনায়ক ও খেলোয়ারদের  হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ।পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
  • নিউজ ভিউ 1782