স্বাধীনবাংলা নিউজ : আগামী পৌর নির্বাচনে কুষ্টিয়া পৌরবাসীর সেবা করতে মাঠে নামবেন বিশিষ্ট সমাজসেবক যুব সমাজের অহংকার মোঃ আখতারুজ্জামান । তিনি কুষ্টিয়া পৌরসভায় জনগণের প্রত্যক্ষ্ ভোটে প্রথম নির্বাচিত জনপ্রিয় পৌর চেয়ারম্যান ম,আ, রহিমের জেষ্ঠ্যপুত্র এবং কুষ্টিয়া আড়ুয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক , দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রতিষ্ঠাতা জেহের আলী মন্ডলের নাতী ।
মোঃ আখতারুজ্জামান একজন সফল ব্যবসায়ী, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক পরিচালক এবং কুষ্টিয়া বাসমালিক সমিতির নির্বাচিত সভাপতি। তিনি সমাজ সেবামূলক ও সাংস্কৃতি কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি পিতার মতই সজ্জন ও সদালাপী ও অমায়িক ব্যবহারের অধিকারী। তার মানব সেবামুলক কর্মকান্ড পৌরবাসীর মনে দাগ কেটেছে । যে কারণে পৌরবাসী তার মত সৎ ও জনকল্যাণে নিবিদিত প্রাণ মানুষকে পৌর মেয়র হিসেবে পেতে চান। বর্তমানে তার জনপ্রিয়তা পৌরসভার ৪২টি ওর্য়াডের ভোটাদের মুখে মুখে। পৌরসভার সম্প্রসারণ এলাকা মোল্লাতে ঘরিয়ার বাসিন্দা শাহিদুল ইসলাম বলেন আখতারুজ্জামান ভাইকে আমরা পৌর মেয়র হিসেবে দেখতে চায়। তারমত ভালো মানুষ মেয়র নির্বাচিত হলে কুষ্টিয়াবাসীর অনেক অনেক উপকার হবে।
আগামী পৌর নির্বাচনের বিষয়ে মোঃ আখতারুজ্জামান বলেন, আমার দাদা এবং পিতার মতই আমি মানুষের সেবা করতে চাই। আমি কুষ্টিয়া পৌরবাসীর দোয়া চাই যাতে আগামী নির্বাচনে সকলের দোয়া নিয়ে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করতে পারি।
প্রতিবেদক: শামসুল আলম স্বপন ।