logo

সময়: ১১:৩২, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সুস্থতা কামনায় কুষ্টিয়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৪ | সময়ঃ ১০:৫৬
photo
দোয়া মাহফিল



নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম এঁর দ্রুত সুস্থতা কামনায় কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে প্রেসক্লাব স্কয়ার ডিসি কোর্ট চত্বরে গতকাল শনিবার বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)'র ধর্মীয় বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাফেজ সাইফ উদ্দিন আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ,  কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)  ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,  কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল,  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,  সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খান,  নির্বাহী সদস্য কে এম আর শাহীনসহ গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য যে,  প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)  ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তাঁর সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

  • নিউজ ভিউ 1737