logo

সময়: ০৯:২৫, শনিবার, ১৭ মে, ২০২৫ ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ০৯:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় মোহিনীমিলের হাসপাতালের জায়গা দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ : ক্ষুদ্ধ এলাকাবাসী

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ০৪:৩৪
photo
ঘর নির্মাণ


 

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া :

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনীমিলের পরিত্যাক্ত হাসপাতালের জায়গা দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ করায় ফুঁসে উঠেছে  ক্ষুদ্ধ জনগন । এলাকাবাসীর অভিযোগ স্বৈরাচারের শাসনামলে কুষ্টিয়ার মিলপাড়া এলাকার সন্ত্রাসী ফ্যাসিষ্ট রাসেল মোহিনী মিলের হাসপাতাল দখল করে অটো গ্যারেজ তৈরী করে ভাড়া দিতেন। পরে তিনি ১০টি পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মোহিনী মিলের পরিত্যাক্ত হাসপাতালে তাদের বসবাস করার সুযোগ করে দেন। রাসেল বাসিন্দাদের কাছ থেকে প্রতি মাসে অবৈধ ভাবে ভাড়া আদায় করতেন বলেও জানা গেছে।


  ৫ আগষ্টের পর রাসেল এলাকা থেকে পালিয়ে গেলে ফ্যাসিষ্ট রাসেলের আত্মীয় আরজান আলী ও তার স্ত্রী তাসলিমার যোগসাজসে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের নিয়োগকৃত নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলাম রাসেলের মতই বাসিন্দাদের কাছ থেকে নিয়মিত ভাড়া আদায় করে থাকেন।   স্থানীয়দের অভিযোগ  আরজান আলীর কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলাম তাদেরকে সরকারি সম্পত্তির উপর ঘর নির্মাণ করার সুযোগ করে দেন। সরে জমিন গিয়ে দেখা যায় হাসপাতাল সংলগ্ন এলাকায় আরজান আলী টিন সেড নির্মাণ করছেন।


হাসপাতালে বসবাসকারী রজব আলী মন্ডল বলেন, আমরা ১০টি পরিবার আনসার কমান্ডারের সহযোগিতায় সরকারী জায়গায় থাকি । মাসে কতটাকা ভাড়া দিয়ে থাকেন প্রশ্ন করলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু বলবো না। বক্তব্য নেয়ার জন্য আরজান আলী ও তাসলিমাকে পাওয়া যায়নি।  
এ ব্যাপারে  নিরাপত্তা প্রহরী রফিকুল ইসলাম ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন ওরা দরীদ্র মানুষ তাই ওদের থাকতে দিয়েছি । কিন্তু আরজান আলী ও তার স্ত্রী তাসলিমা সরকারী জায়গার উপর ঘর নির্মাণ করবে এটা ভাবতে পারিনি। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যেয়ে নিষেধ করেছি। নিষেধ না মানলে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


মোহিনীমিলের উপব্যবস্থাপক (উৎপাদন) মাহবুল ইসলাম বলেন,সরকারী জায়গার উপর স্থাপনা নির্মাণ করতে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বাধ্যতামুলক। যদি কেও ঘর নির্মাণ করে থাকে এবং আমাদের কেও সহযোগিতা করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করতে হবে এবং সরকারী জায়গায় অনুমোদন না নিয়ে ঘর নির্মাণ করায় আরজান আলী ও তার স্ত্রী তাসলিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।
 

 

  • নিউজ ভিউ 576