কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ০৪:২৬
দুই যুবক আটক
উজ্জ্বল মাহমুদ :
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশের মোবাইল টিমের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটে কুমারখালী থানাধীন চড়াইকোল গ্রামে এ ঘটনা ঘটে।
চৌড়হাস হাইওয়ে থানার মোবাইল ডিউটির সময় কাঠের গোডাউনের দক্ষিণ পাশে চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। এ সময় কুমারখালী থেকে কুষ্টিয়ার দিকে দ্রুতগতিতে আসা একটি নম্বরবিহীন Suzuki Gixxer মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে তা থামে।
মোটরসাইকেলটির চালক সাজেদুল ইসলাম (২৬) ও আরোহী আশিকুর জামান (২৬) — দু’জনেই কুষ্টিয়া সদর উপজেলার হরিসংকরপুর গ্রামের বাসিন্দা। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ দেহ তল্লাশি চালায়।
তল্লাশিতে সাজেদুল ইসলামের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১৮ পিস এবং আশিকুর জামানের ট্রাউজারের বাম পকেট থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর চৌড়হাস হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫৬৮, তারিখ-২৪/০৪/২০২৫) করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ সৈয়দ আব্দুল আল মামুন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের মোবাইল টিম নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা একটি উল্লেখযোগ্য সাফল্য। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”