logo

সময়: ১২:৫৬, বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৫৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিক আটক

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ০৩:১০
photo
তিন ভারতীয় নাগরিক

 
 
কুষ্টিয়া  প্রতিনিধি: 
 
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার চরচিলমারী এলাকার ডিগ্রীরচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জুয়েল মণ্ডল (২৫), রাকিবুল মণ্ডল (৩৫) ও বাপন মণ্ডল (৩২)। বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সদস্যরা তাদের কাছ থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
 
শুক্রবার বিকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা দুই বাংলাদেশি সহযোগী—নিজাম মণ্ডল (৪৫) ও শরীফুল মণ্ডল (২৫)—পালিয়ে যেতে সক্ষম হয়।
 
অভিযানের অংশ হিসেবে একই দিনে দৌলতপুরের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
 
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা। আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
  • নিউজ ভিউ 423