logo

সময়: ১২:৪০, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৪০ পূর্বাহ্ন

মিরপুরে ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ, ২০২৫ | সময়ঃ ১২:৪৮
photo
মানববন্ধন

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা তিনটার সময় মিরপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ৩—৪ হাজার সাধারণ জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।  

এসময় তাদের হাতে থাকা বিভিন্ন ফেষ্টুনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বলেন, ব্যক্তির স্বার্থে বদলী কেন? প্রশাসন জবাব চাই, টেন্ডার দূর্নীতি যেখানে গণ—প্রতিরোধ সেখানে, টেন্ডারবাজী—চাঁদাবাজী বন্ধ কর করতে হবে, সরকারী কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর করতে হবে, সম্মান হানীকর কার্যক্রম বন্ধ কর করতে হবে, সৎ ন্যায় পরায়ণ ও দূর্নীতিমূক্ত উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার বদলী আদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ জনতা বিভিন্ন প্লে—কার্ড ও ফেস্টুন হাতে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের জোরালো দাবি জানায়। বক্তব্যে সাধারণ জনতা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা শীতকালে শীতার্থদের মাঝে হাজার হাজার কম্বল বিতরণ করেছেন।  

এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্বচক্ষে পরিদর্শণ করে কাজের বিল হস্তান্তর করেন। এবং সরকারী যেকোন কার্যক্রম নিয়মমাফিক সম্পাদন করে আসছেন। ইতিমধ্যে তিনি উপজেলার মধ্যে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বক্তারা বলেন তার যোগ্যতা ও সততা না থাকলে তার জন্য এত মানুষ রাস্তায় নামতো না। বক্তারা আরো বলেন, মিরপুর উপজেলাকে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করার জন্য মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার বদলি দ্রুত প্রত্যাহার করতে হবে। এছাড়াও বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে সরকারি বিধি মোতাবেক উপজেলার মাসিক মিটিংকে আওয়ামী লীগের সঙ্গে মিটিং দাবি করে একটি স্বার্থনেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। 

এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। অনতিবিলম্বে তাকে মিরপুর উপজেলাতেই বহাল করতে হবে বলে তারা জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও মিরপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন সময়ে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানান জনতা।

  • নিউজ ভিউ 315