logo

সময়: ০১:৪৩, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ০১:৪৩ পূর্বাহ্ন

বিডিআর বিদ্রোহের নামে নৃশংস হত্যাকান্ডে নিহতদের তালিকা

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১১:০৫
photo
নৃশংস হত্যাকান্ডে নিহতদের তালিকা

স্বাধীনবাংলা নিউজ :
আজ ২৫ ফেব্রুয়ারী ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংস হত্যাকান্ডে নিহতদের তালিকা
২৫ ফেব্রুয়ারী ,২০০৯ সালে বিডিআর (বর্তমান বিজিবি ) এর সদরদপ্তর পিলখানায় একটি বিদ্রোহ এবং বিদ্রোহের নাম নৃশংস হত্যাকান্ড ঘটে। নারকীয় এই ঘটনায় ৫৭ জন অফিসার সহ মোট ৭৪ জন জুনিয়র কমিশন্ড অফিসার ,নন কমিশনড অফিসার ,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ বেসামরিক লোকজন মারা যান। নিহতদের তালিকা নিম্নে উল্লেখ করা হল।
অফিসার :-
০১/ শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, এনডিসি, পিএসসি
০২/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, আর্মি মেডিকেল কোর
০৩/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী, এনডিসি, পিএসসি
০৪/ শহীদ কর্নেল মো. মজিবুল হক
০৫/ শহীদ কর্নেল মো. আনিস উজ জামান, এনডিসি
০৬/ শহীদ কর্নেল মোহাম্মদ মসীউর রহমান, পিএসসি
০৭/ শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক, এনডিসি, পিএসসি
০৮/ শহীদ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন, পিএসসি, জি+
০৯/ শহীদ কর্নেল মো. রেজাউল কবীর, এএফডবি্লউসি, পিএসসি
১০/ শহীদ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ, পিএসসি
১১/ শহীদ কর্নেল কাজী এমদাদুল হক, পিএসসি
১২/ শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন, পিএসসি
১৩/ শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ, পিএসসি
১৪/ শহীদ কর্নেল মো. নকিবুর রহমান, পিএসসি
১৫/ শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন, পিএসসি
১৬/ শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, পিএসসি
১৭/ শহীদ কর্নেল মো. শওকত ইমাম, পিএসসি, জি+
১৮/ শহীদ কর্নেল মো. এমদাদুল ইসলাম, পিএসসি
১৯/ শহীদ কর্নেল মো. আফতাবুল ইসলাম, পিএসসি
২০/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন, জি+
২১/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, পিএসসি, ইএমই
২২/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান, এনডিসি ,আর্মি মেডিকেল কোর
২৩/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ, পিএসসি জি আর্টিলারি
২৪/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা, ইস্ট বেঙ্গল
২৫/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল এলাহী মন্জুর চৌধুরী, পদাতিক
২৬/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক, পিএসসি,আর্টিলারি
২৭/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব কাইসার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স
২৮/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম, আর্মার্ড
২৯/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান, পিএসসি, আর্টিলারি
৩০/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান, অর্ডন্যান্স
৩১/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান,আর্মি মেডিকেল কোর
৩২/ শহীদ মেজর মো. মকবুল হোসেন, ইস্ট বেঙ্গল
৩৩/ শহীদ মেজর মো. আব্দুস সালাম খান, ইস্ট বেঙ্গল
৩৪/ শহীদ মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ, ইস্ট বেঙ্গল
৩৫/ শহীদ মেজর কাজী মোছাদ্দেক হোসেন, আর্টিলারি
৩৬/ শহীদ মেজর আহমেদ আজিজুল হাকিম, ইঞ্জিনিয়ার্স
৩৭/ শহীদ মেজর মোহাম্মদ সালেহ, ইস্ট বেঙ্গল
৩৮/ শহীদ মেজর কাজী আশরাফ হোসেন, আর্টিলারি
৩৯/ শহীদ মেজর মাহমুদ হাসান, ইস্ট বেঙ্গল
৪০/ শহীদ মেজর মুস্তাক মাহমুদ, পিএসসি, আর্টিলারি
৪১/ শহীদ মেজর মাহমুদুল হাসান, আর্টিলারি
৪২/ শহীদ মেজর হুমায়ুন হায়দার, পিএসসি, আর্টিলারি
৪৩/ শহীদ মেজর মোঃ আজহারুল ইসলাম, পিএসসি, আর্টিলারি
৪৪/ শহীদ মেজর মো. হুমায়ুন কবীর সরকার, ইস্ট বেঙ্গল
৪৫/ শহীদ মেজর মোঃ খালিদ হোসেন, আর্টিলারি
৪৬/ শহীদ মেজর মাহবুবুর রহমান, আর্টিলারি
৪৭/ শহীদ মেজর মোঃ মিজানুর রহমান, ইস্ট বেঙ্গল
৪৮/ শহীদ মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম, আর্টিলারি
৪৯/ শহীদ মেজর এস এম মামুনুর রহমান, আর্মি মেডিকেল কোর
৫০/ শহীদ মেজর মোঃ রফিকুল ইসলাম, আর্মি এডুকেশন কোর
৫১/ শহীদ মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল, ইঞ্জিনিয়ার্স
৫২/ শহীদ মেজর মুহাম্মদ মোশারফ হোসেন, অর্ডন্যান্স
৫৩/ শহীদ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার, আর্মার্ড
৫৪/ শহীদ মেজর মোস্তফা আসাদুজ্জামান, আর্মার্ড
৫৫/ শহীদ ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার, আর্টিলারি
নিখোঁজ কর্মকর্তাঃ
১. মেজর আবু সৈয়দ গাজ্জালী
২. ক্যাপ্টেন তানভির হায়দার নূর
সেনাবাহিনীর নন কমিশনড অফিসারঃ
১.শহীদ প্রাইভেট মোঃ জহুরুল ইসলাম
সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারঃ
১.শহীদ লেঃকঃ (অবঃ) দেলোয়ার হোসেন
বিডিআর এর নন কমিশন অফিসার ও সৈনিক :
১.শহীদ সহকারী পরিচালক (এডি) খন্দকার আব্দুল আওয়াল
২.শহীদ সুবেদার আবুল কাশেম
৩.শহীদ নায়েক সুবেদার বছির উদ্দিন
৪.শহীদ সুবেদার মেজর নুরুল ইসলাম
৫.শহীদ ল্যান্স নায়েক মানিক
সেনা কর্মকর্তাগণের পরিবার:
১. বেগম নাজনীন শাকিল (মেজর জেনারেল শাকিল আহমেদ এর সহধর্মিণী)
২. লাভলী বেগম
বেসামরিক ব্যাক্তিবর্গ :
১. তারেক আজিজ – মোহাম্মদপুরের পিপপলস ইউনিভার্সিটির ছাত্র।
২. আমজাদ আলী – বিডিআর হাসপাতালে ঔষধ আনতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
৩. হৃদয় হোসেন – মাত্র ১৩ বছর বয়সের এক সব্জি ফেরিওয়ালা।
৪. কল্পনা – ১২ বছর বয়সের মেয়ে। কর্নেল মুজিবুল হকের বাসায় কাজ করতো।
৫. ফিরোজ
  • নিউজ ভিউ 297