আজ ২৫ ফেব্রুয়ারী ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংস হত্যাকান্ডে নিহতদের তালিকা
২৫ ফেব্রুয়ারী ,২০০৯ সালে বিডিআর (বর্তমান বিজিবি ) এর সদরদপ্তর পিলখানায় একটি বিদ্রোহ এবং বিদ্রোহের নাম নৃশংস হত্যাকান্ড ঘটে। নারকীয় এই ঘটনায় ৫৭ জন অফিসার সহ মোট ৭৪ জন জুনিয়র কমিশন্ড অফিসার ,নন কমিশনড অফিসার ,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহ বেসামরিক লোকজন মারা যান। নিহতদের তালিকা নিম্নে উল্লেখ করা হল।
অফিসার :-
০১/ শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, এনডিসি, পিএসসি
০২/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, আর্মি মেডিকেল কোর
০৩/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী, এনডিসি, পিএসসি
০৪/ শহীদ কর্নেল মো. মজিবুল হক
০৫/ শহীদ কর্নেল মো. আনিস উজ জামান, এনডিসি
০৬/ শহীদ কর্নেল মোহাম্মদ মসীউর রহমান, পিএসসি
০৭/ শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক, এনডিসি, পিএসসি
০৮/ শহীদ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন, পিএসসি, জি+
০৯/ শহীদ কর্নেল মো. রেজাউল কবীর, এএফডবি্লউসি, পিএসসি
১০/ শহীদ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ, পিএসসি
১১/ শহীদ কর্নেল কাজী এমদাদুল হক, পিএসসি
১২/ শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন, পিএসসি
১৩/ শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ, পিএসসি
১৪/ শহীদ কর্নেল মো. নকিবুর রহমান, পিএসসি
১৫/ শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন, পিএসসি
১৬/ শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, পিএসসি
১৭/ শহীদ কর্নেল মো. শওকত ইমাম, পিএসসি, জি+
১৮/ শহীদ কর্নেল মো. এমদাদুল ইসলাম, পিএসসি
১৯/ শহীদ কর্নেল মো. আফতাবুল ইসলাম, পিএসসি
২০/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন, জি+
২১/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, পিএসসি, ইএমই