নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ এক সভার মাধ্যমে ৩০টি সহযোগী সংস্থার অনুকূলে ১ কোটি ২০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করে। সহযোগী সংস্থার মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মুরগি বিতরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন এবং খামার, ঘরবাড়ি ও দোকান মেরামত ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করবে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ ১১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
২। এছাড়াও এ দিন গ্রাম দারিদ্র্যমুক্তকরণ কর্মসূচির জন্য ১৫লক্ষ.৫০ হাজার টাকার , বিশেষ অনুদান হিসেবে ৪ লক্ষ এবং নিয়মিত অনুদান হিসেবে ৩লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ১কোটি ৪৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। বিতরণকৃত অনুদানে ২,২৫০ জন মহিলা এবং ১,৭৫৯ জন পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ এর চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল আহসান, সভাপতিত্ব করেন বিএনএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি।
৩। এছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ‘মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা ও কর্মচারী ১ (এক) দিনের বেতন প্রদান করেন।
৪। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৫টি সহযোগী সংস্থাকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় বন্যার্তদের সহায়তার জন্য চেয়ারম্যান মহোদয়ের ডিসক্রিশনারি ফান্ড হতে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
৫। ২২ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর নির্দেশনা পেয়ে দেশের বিভিন্ন জেলা হতে বিএনএফ এর ৮০টি সহযোগী সংস্থা ২৭,৩৭০ জনকে শুকনা খাবার, রান্না করা খাবার, বিভিন্ন সহায়ক সামগ্রী, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অন্যান্য ঔষধ বিতরণ করেছে এবং ২৮,০৭,৫৪০/- টাকা বিভিন্ন মাধ্যমে (যথা : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, ডিসি অফিস, বিভিন্ন এনজিও) নগদ প্রদান করেছে। এছাড়া বিএনএফ এর ঠাকুরগাঁও জেলার সহযোগী সংস্থা ইএসডিও ৫০ লক্ষ টাকার বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে।