logo

সময়: ১১:২৩, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:২৩ অপরাহ্ন

মাঠে মারা গেল পদবঞ্চিতদের আন্দোলন ! সমঝোথার পথও বন্ধ ?

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ০৯:০০
photo
কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকার

: শামসুল আলম স্বপন :


দুটি কর্মসূচিতেই বিএনপি নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের বিরুদ্ধে বিএনপি’র পদবঞ্চিতদের আন্দোলন গেল মাঠে মারা । রুদ্ধ হয়ে গেছে সমঝোথার সকল পথ। জেলাব্যাপী ব্যাপক সমর্থন বেড়েছে দুই তরুণ নেতার নেতৃত্বের প্রতি । আর ডাহা মিথ্যাচার করে অশালীন বক্তব্য রাখার জন্য পদবঞ্চিতদের বিরুদ্ধে জেলা ব্যাপী ঊঠেছে নিন্দার ঝড় ও ধিক্কার । এ কারণে  মন ভেঙ্গে গেছে পদবঞ্চিতদের। এমনটি বলছেন পদবঞ্চিত এক নেতাসহ নিবেদিত প্রাণ বিএনপি’র নেতা-কর্মীরা।


বিএনপির এক নেতা  নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দুই নেতাই অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ । তাদের মধ্যে রয়েছে ব্যাপক  মানবতা । পদবঞ্চিতরা আন্দোলন সংগ্রাম না করে যদি বিএনপি নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের সাথে এক টেবিলে বসে বিষয়টি নিয়ে আলোচনা করতেন । তা হলে হয়তো তাদের অতীত কর্মকান্ড চাপা রেখে সংগঠন করার জন্য দায়িত্ব দেয়ার ব্যাপারে কেন্দ্রকে সুপারিশ করতেন নেতৃদ্বয়। তা না করে পদবঞ্চিতরা এমন জঘন্য মিথ্যাচার করে অশালীন বক্তব্য রাখলেন তাতে তাদের জন্য হলো হিতেবিপরীত । মূল স্রোত ধারার বাইরে থাকলে দলে কোন অস্তিত্ব থাকেনা কুষ্টিয়াতে তা আবারো প্রমানিত হলো।


এদিকে ১৩ই ফেব্রুয়ারী জেলা বিএনপি’র সংবাদ সম্মেলনে বিএনপির দুই নেতার চ্যালেজিং বক্তব্যে ফাঁস হয়ে গেছে পদবঞ্চিতদের মিথ্যাচার ও জারিজুরি । চাল কলের মালিকরা ও গৌতম চাকি পদবঞ্চিতদের বক্তব্যকে চরম মিথ্যাচার বলে অভিহিত করেছেন । হানিফের গড়া ইউনিভার্সিটির গভর্নিং বডি দখল করে নেয়ার অভিযোগ ছিল পদবঞ্চিতদের এক জঘন্য মিথ্যাচার । যা ডক্যুমেন্টারী প্রমাণ দিয়েছেন দুই নেতা।


এ দিকে গত ১৯ ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলা বিএনপি’র ঐতিহাসিক জনসভা প্রমাণ করলো বিএনপি  নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের  অবস্থান এখন অনেক শক্ত । একাংশের বিরোধীতা সত্বেও এত মানুষের উপস্থিতি ভাবতেও পারেনি কুষ্টিয়াবাসী । সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনসভ্ া ছাড়া কুষ্টিয়াতে বিএনপি ইতোপূর্বে এত বড় সু-শৃংখল জনসভা কখনো করতে পারেনি। এ সব কারণে কুষ্টিয়ায় নেতুত্বের প্রশংসায় ভাসছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

“কুষ্টিয়া জেলা বিএনপি’র জনপ্রিয় নেতা কুতুব উদ্দিন আহমেদ ও প্রকৌশলী জাকির হোসেন সরকারের বিরদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওরা কারা ? কি চাই ওরা ?” এ প্রতিবেদন লেখার পর শুনেছি পদবঞ্চিত অনেকেই আমার উপর নাখোশ । আমি শহীদ জিয়ার একজন নগন্য সৈনিক হিসেবে তাদেরকে বলতে চাই বিরোধীতার জন্য বিরোধী না করে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের হাতকে  শক্তি শালী করে আসুন কুষ্টিয়াকে আবারো বিএনপি’র শক্ত ঘাটি হিসেবে গড়ে তুলি। মনে রাখবেন শহীদ জিয়া কুষ্টিয়াকে তার নিজের জেলা বলে ঘোষণা দিয়েছিলেন। এর পর ভাবতে হবে ফ্যাসিষ্টরা কিন্তু ওত পেতে বসে আছে । সুযোগ পেলেই বসাবে  কামড় ।

 

প্রতিবেদক:

শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯

 

  • নিউজ ভিউ 729