logo

সময়: ১২:২৬, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:২৬ পূর্বাহ্ন

কন্ঠযোদ্ধা পিনাকী ভট্টাচার্য এর ফেসবুক স্ট্যাটাস

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৪ | সময়ঃ ১১:২৫
photo
পিনাকী ভট্টাচার্য

মতিয়ুর রহমান রেন্টু ভাইয়ের ফ্যামিলি থাকে ফ্রান্সে। প্যারিসের বাইরে উনার শহরে গতকাল গেলাম। উনারা ভালো আছেন। রেন্টু ভাইয়ের দুই কন্যা স্বর্ণলতা আর বনলতা দুজনেই মেধাবী ছাত্রী। স্বর্নলতার সংসার হয়েছে। খুব ভালো রান্নাও করে।
রেন্টু ভাইয়ের লেখাগুলো নিয়ে উনাদের জীবন সংগ্রাম নিয়ে একটা বই শুরু করবো ইংরেজিতে। গতকাল পরিবারের অনুমতি নিলাম। আমার ফাসি চাই বইটা ছিলো রেন্টু ভাইয়ের ডায়েরি। এর পরে আরো একটা বই তিনি লিখেছেন। দুইটা বইয়ের উল্লেখযোগ্য অংশ, এর সাথে উনার ফ্রান্সের জীবন, মৃত্যু উনার পরিবারের সংগ্রামের কথা থাকবে। শেষ হবে হাসিনার পতনের সংবাদে। একটা পরিবারের মহাকাব্যিক যাত্রা পুর্ণ হবে।
রেন্টু ভাই আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। এমন রেন্টুরা বিদ্রোহী হয়েছিলো জন্যই আমাদের লড়াই গতি পেয়েছিলো শক্তি পেয়েছিলো।
আপনারা রেন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন। এক অমিত সাহস নিয়ে তিনি এক বিরাট কাজ করেছিলেন এই জাতির জন্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বিজয়ে উনার অসামান্য ভুমিকা আছে। উনার আত্মা শান্তি পাক।
  • নিউজ ভিউ 1152