logo

সময়: ১২:৩০, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৩০ পূর্বাহ্ন

মন্তব্য প্রতিবেদন : কন্ঠযোদ্ধাদের উপদেষ্টা পরিষদে স্থান দিন

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | সময়ঃ ১১:০১
photo
কন্ঠযোদ্ধারা

শামসুল আলম স্বপন  :
 
যারা দীর্ঘ ১৫ বছর ধরে অনলাইনে অক্লান্ত পরিশ্রম করে জনগণকে একত্রিত করেছেন তাদের মধ্যে অন্যতম ১১ জনের নাম নিন্মে যথাক্রমে-
১, ড. পিনাকীয় ভট্টাচার্য।
পেশাঃ লেখক, সোশ্যাল একটিভিস্ট,রাজনীতি বিশ্লেষক, মানবাধিকারকর্মী,সম্প্রতি অর্থনীতি নিয়ে পিএইচডি করতেছেন।
২, ইলিয়াস হুসাইন।
পেশাঃ বাংলাদেশের অন্যতম সাহসী দেশপ্রেমিক অনুসন্ধানী সাংবাদিক।
৩, ড. কনক সরওয়ার।
পেশাঃ সাংবাদিক।
৪, খালেদ মহিউদ্দিন।
পেশাঃ সাংবাদিক, লেখক ও ঔপন্যাসিক, উপস্থাপক।
৫, জুলকারনাইন সায়ের খান (ওরফে সামি)
পেশাঃ অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার কর্মী। [১] তিনি আল জাজিরা কর্তৃক বাংলা ভাষায় বাংলাদেশ নিয়ে প্রচারিত বিখ্যাত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র "
৬, ড. জাহেদ উর রহমান।
পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক।
৭, মেজর দেলোয়ার হোসেন।
পেশাঃ সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী।
৮, জিল্লুর রহমান।
পেশাঃ তৃতীয় মাত্রা,ধরণ,আলোচনা অনুষ্ঠান, নির্মাতা, উপস্থাপক।
৯, ফাহাম আব্দুস সালাম।
পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক।
১০, মুশফিকুল ফজল আনসারী।
পেশাঃ সাংবাদিক।
১১, সাহেদ আলম।
পেশাঃ সাংবাদিক।
এই সব কন্ঠযোদ্ধাদের প্রতি স্যালুট । অকুতোভয় এই বীর সেনানীদের দেশে ফিরিয়ে এনে ভারতীয় দালালদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে স্থান দেয়ার জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি । তা হলে দেখবেন ভারতীয দালালরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে ।
শামসুল আলম স্বপন
সভাপতি
বনপা ( বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন )
মোবা: ০১৭১‘৬৯৫৪৯১৯
  • নিউজ ভিউ 1575