logo

সময়: ১২:৩৫, শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৩৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে আদিবাসীদের মাঝে ছাগল বিতরণ করলেন ডিসি এহেতেশাম রেজা

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ২৯ জুলাই, ২০২৪ | সময়ঃ ০৬:৩৬
photo
ডিসি এহেতেশাম রেজা

 

 

স্বাধীনবাংলা নিউজ :

কুষ্টিয়ার মিরপুরে ২০টি ক্ষুদ্র ণৃ-গোষ্টী পরিবারের মাঝে ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়। আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থীক সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও মর্জিনা খাতুন,সহকারী কমিশনার(ভূমি)কাজী মেশকাতুল ই্সলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক,উপজেলা সমাজসেবা অফিসার জামশেদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু,মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস,আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন,নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ,মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল গনি প্যারিন প্রমূখ।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা সুফলভোগী আদিবাসিদের উদ্দেশ্যে বলেন-আপনাদের ভাগ্যোন্নয়ন তথা আপনাদেরকে যে উদ্দ্যেশ্যে এ ছাগলগুলো দেয়া হলো,সে উদ্দ্যেশ্য বিফলে যাবে যদি আপনারা এ ছাগলগুলোর ভালোভাবে পরিচর্যা না করেন। বাড়িতে নিজের সন্তানের যেভাবে যত্ন নেন,এই ছাগলগুলোরও সেভাবে যত্ন নিবেন,তাহলে এটার সুফল আপনারা অবশ্যই পাবেন। এ সময় আদিবাসীরা তাদের সমাজের মধ্যে যারা বয়স্ক,বিধবা বা কর্মহীন,তাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষন করেন। জেলা প্রশাসক মহোদয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখভাল করার নির্দেশ দেন। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের তত্বাবধায়নে ৪০টি ছাগলের প্রয়োজনীয় ভ্যাকসিন,ওষুধপত্রসহ ছাগল পরিপালনের জন্য নির্দেশাবলীসহ লিফলেট বিতরণ করেন।

  • নিউজ ভিউ 729