শেখ হাসিনা দেশের ১৮কোটি মানুষের সাথে বেইমানী করেছে- শহীদুল ইসলাম
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
১৭ মার্চ, ২০২৫ | সময়ঃ ০২:২৯
শহীদুল ইসলাম
মিরপুর (কুষ্টিয়)প্রতিনিধি : আজকের বাংলাদেশে জনগণ প্রত্যাশা করছে, এদেশে শান্তি ও শৃক্সখলার মধ্য দিয়ে একটি শান্তির নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি, পতিত ফ্যাসিস্ট সরকার বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে।
শেখ হাসিনা দেশের ১৮কোটি মানুষের সাথে বেইমানী করেছে এবং দেশে নানা রকম অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। রোববার উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বলেছিল বঙ্গবন্ধুর কন্যা এদেশ থেকে কখনও পালাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম জনরোষের কারণে ৫ই আগষ্ট তিনি দেশ ছেড়ে চোরের মত ভারতে পালিয়ে গেলেন। তাহলে প্রশ্ন জাগে শেখ হাসিনা তাহলে কার কন্যা! এছাড়াও তিনি আরো বলেন, শেখ হাসিনার ভোট চুরির সাথে তৎকালীন প্রশাসনসহ সকল প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা জড়িত। তারা শেখ হাসিনার কথামত দিনের ভোট রাতেই সম্পন্ন করে দেশটাকে কলঙ্কিত করেছে। বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকলকে মাঠে কাজ করতে হবে।
কেউ কেউ উছিলা দেখাচ্ছেন যে, সংস্কার করে তারপরে নির্বাচন হবে। সংস্কার চলমান পদ্ধতি। কোন সরকারের একার পক্ষে কিংবা কোন একটা সীমিত সময়ে মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না। আজকে যারা সরকারে রয়েছে, তাদের উচিত জনগণকে সুযোগ করে দেয়া। যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে। আমরা দাবি করছি, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন ও তারিখ ঠিক করে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশাদুল হকের সঞ্চালনে ইফতার ও দোয়া মাহফিলে মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীন, যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, সুলতান আলী, সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদ, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুকুল, হাফিজু রহমান বাবু, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।