logo

সময়: ১১:৩২, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১:৩২ অপরাহ্ন

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী ইনু কারাগারে

Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ, ২০২৫ | সময়ঃ ০২:২৭
photo
ইনু

স্বাধীনবাংলা নিউজ :

৬ বছর আগে কুষ্টিয়ায়  আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে ইনুকে হাজির করলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

জানা যায়, এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ভারতে পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। পরে আদালত থেকে কড়া পুলিশি পাহাড়ায় ইনুকে কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।  

  • নিউজ ভিউ 342