: শামসুল আলম স্বপন :
বিএনপি নেতাদের চাঁদাবাজির কারণে চালের দাম বেড়েছে পদবঞ্চিত এক নেতার এ ধরণের বক্তব্যকে “ডাহা মিথ্যা কথা” বলেছেন কুষ্টিয়ায় চাল উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। তারা এ ধরণের বক্তব্যকে শুধু মিথ্যাচার নয় পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছে ।
দেশ এগ্রো ইন্ডাষ্টিজের মালিক আব্দুল খালেক স্বাধীন বাংলা নিউজকে বলেন, মুলত ধানের দাম বাড়ার কারণে কুষ্টিয়াসহ সারাদেশে চালের দাম বেড়েছে । এ বিষয়ে সরকার অবগত। চালে দাম কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় যথা সাধ্যচেষ্টা চালিয়ে যাচ্ছে । আমরা মিল মালিকরা চালের দাম কমানোর জন্য সরকারকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছি । কুষ্টিয়া জেলা বিএনপি’র দায়িত্বশীল নেতারা আমার কাছে কোন দিন চাঁদা চাইনি এমনকি আমার জানা মতে কোন চালকল মালিকের কাছেও তারা চাঁদা দাবি করেনি। এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় পাগলের প্রলাপ মাত্র। আমরা এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।
চালকল মালিক লিয়াকত আলী বলেন, মিথ্যাচারের একটি সীমা থাকা উচিৎ । তিনি প্রশ্ন করেন তা হলে কি কুষ্টিয়া বিএনপির নেতারা সারা দেশে চালকল মালিকদের কাছে চাঁদাবাজি করছে ? যে কারণে সারাদেশে চালের দাম বেড়ে গেছে ? যে বা যারা এ ধরণে মিথ্যা বক্তব্য দিচ্ছে মুলত তারাই রাজনৈতিক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে ।
উল্লেখ্য পদবঞ্চিত নেতাদের অশালীন বক্তব্যের কারণে কুষ্টিয়া বিএনপি দায়িত্বশীল নেতাদের প্রতি জনগণ ও বিএনপি নেতা-কর্মীদের আস্থা বেড়েছে আরো কয়েক গুন। এ ধরণে বক্তব্যের কারণে কুষ্টিয়া বিএনপির নিবেদিত প্রাণ নেতা-কর্মীরা পদবঞ্চিতদের প্রতি চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা অশালীন মিথ্যা বক্তব্যদানকারীদে বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা ও আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।