কুষ্টিয়ায় নছিমনের নিচে পড়ে গরুর ব্যাপারির মর্মান্তিক মৃত্যু
Shadin Bangla
প্রতিবেদন প্রকাশ:
২১ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ০৮:১৬
গরুর ব্যাপারির মর্মান্তিক মৃত্যু
উজ্জ্বল মাহমুদ,কুষ্টিয়া :
কুষ্টিয়ায় নছিমনের নিচে পড়ে মনিরুল (৬০) নামের এক গরুর ব্যাপারির মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ) বেলা ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া -ঝিনাইদাহ মহাসড়কের ১১ মাইল নামক স্থানে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বৃত্তিপাড়া গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।
জানাযায়, শৈলকুপা এলাকা থেকে নছিমনে করে কুষ্টিয়া সদর বালিয়াপাড়া পশুহাটে গরু নিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, গরু বহনকারী নছিমনের উপরে বসে ছিলেন মনিরুল । নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি হঠাৎ ঝাঁকুনি দিলে তিনি গাড়ির সামনে পড়ে যান। মুহূর্তেই নছিমনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইবি থানার পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে নিহতের ঘটনা তদন্ত করা হবে জানান।