কুষ্টিয়ায় বর্ণিল আয়োজনে আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩
Shadin Bangla
আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন

 
স্বাধীণবাংলা নিউজ,,কুষ্টিয়া :
 
‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়ায় পালিত হলো দেশের জনপ্রিয় বহুল প্রচারিত দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
এ উপলক্ষে বুধবার বিকেল ৫টায় কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’ কুষ্টিয়া জেলা শাখার সিনিযর সহ-সভাপতি মোশারফ হোসেন, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন ।
দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক শামসুল আলম স্বপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবি প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক মাহমুদ. ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হালচাল পত্রিকার সম্পাদক ডা. কামরুল ইসলাম মনা, দৈনিক সুত্রপাতের প্রতিনিধি মুনজুরুল ইসলাম, স্বাধীনবাংলা ডট নিউজের বার্তা সম্পাদক এম,কে নাহার, দৈনিক বাংলা -৭১ এর প্রতিনিধি আরিফ বিল্লাহ অন্নম, প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা আমাদের সময় এর অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সকল ক্রান্তিলগ্নে তাদের ক্ষুরধার লেখনী জাতি সবসময় স্মরণ করবে এবং ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উদযাপন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে সামাজিক নেতৃবৃন্দ,সংবাদকর্মী, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।