স্নেহের বাবু ও কামালকে বলছি ?

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ৩০ জুন, ২০২৫
Shadin Bangla
বাবু + কামাল


 
সম্পূর্ণ গণতান্ত্রিক পদদ্ধিতে নির্বাচন হওয়ার পরও প্রতিপক্ষ কারচুপির অভিযোগ এনে আঙ্গুল তুলেছে জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে। যারা জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে বিতর্কীত করতে তৎপর তাদের সম্পর্ক-এ তো কুষ্টিয়াবাসী জানেন।
তারা তো জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীতা করে আসছে । অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা আজীবন বিরোধিতা করতেই থাকবে ।
আমার প্রশ্ন হলো এত কিছুর পরও তোমরা সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক মুখে কুলুপ এটে বসে আছো কেন ? তোমরা কি প্রতিপক্ষের অভিযোগ মেনে নিচ্ছো ? তোমরা কি চাচ্ছো জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে প্রশ্ন বিদ্ধ করতে ?
যদি সেটা না চাও তা হলে তোমাদেরও উচিত প্রতিপক্ষের অভিযোগের বস্তু নিষ্ঠ জবাব দেয়া । তারা যা বলছে তা কত টুকু সত্য অথবা কতটুকু মিথ্যা তা কুষ্টিয়াবাসী তোমাদের কাছ থেকে জানতে চায় ।
 
তোমাদের প্রতি দোয়া রইল ।
আল্লাহ হাফেজ ।
 
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান
বৃহত্তর কুষ্টিয়া ।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯