ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ২৬ জুন, ২০২৫
Shadin Bangla
প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেক্স : 

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ তার প্রথম বিদেশ সফরে চীনে পৌঁছেছেন। এই সফরে তিনি পূর্ব চীনের সমুদ্র উপকূলবর্তী শহর ছিংদাও-তে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন। এই বৈঠক বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে, যার আয়োজক চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন |

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএ।

বুধবার সম্মেলনের ফাঁকে নাসিরজাদেহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, দং জুন এই বৈঠকে সমস্ত পক্ষকে পারস্পরিক সহযোগিতা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান।

২০২৩ সালে ইরান আনুষ্ঠানিকভাবে এসসিও-তে যোগ দেয়। চীন-নেতৃত্বাধীন এই নিরাপত্তা জোটে আরও সদস্য দেশ হলো: রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ।

মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি ও ইউরোপে ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় বৃদ্ধির ঘোষণার পটভূমিতে বৃহস্পতিবার (২৬ জুন) ছিংদাও শহরে চীন ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে এই সম্মেলন আয়োজন করে।

চীন বহুদিন ধরেই এসসিও-কে পশ্চিমা নেতৃত্বাধীন শক্তি বলয়ের পাল্টা এক বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চাচ্ছে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

সম্মেলনের ঠিক আগের দিনই নেদারল্যান্ডসের হেগে ন্যাটো নেতাদের এক শীর্ষ বৈঠকে সামরিক ব্যয় বৃদ্ধির ঘোষণা আসে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের দাবি পূরণের অংশ।

চীনা প্রতিরক্ষামন্ত্রী দং জুন বলেন, ‘যখন শতাব্দীর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দ্রুত ঘটছে, তখন একতরফা নীতি ও সুরক্ষাবাদ মাথাচাড়া দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদ, দমিনিরিং আচরণ ও অন্যদের শাসন করার প্রবণতা আন্তর্জাতিক শৃঙ্খলাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানদের আহ্বান জানান, ‘একসঙ্গে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করে শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ছিংদাও সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এসসিও সদস্যদের উচিত একত্রে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণ ও আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব আজ এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। যেই বিশ্বায়ন একসময় আমাদের কাছাকাছি এনেছিল, আজ তা ধীরে ধীরে গতি হারাচ্ছে।’