স্বাধীনবাংলা নিউজ:
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের নির্বাচনে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন। গত ১৭ মে নির্বাচনে তিনি কয়েকবারের সাবেক সভাপতি শিহাব উদ্দীনকে পরাজিত করেন। এর আগে ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনে তিনি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সভাপতি আসগর আলীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
কুষ্টিয়া বাস মালিকদের আতুরে সংগঠন ছিল কুষ্টিয়া ট্যান্সপোর্ট সিন্ডিকেট। এর প্রতিষ্ঠাতা ছিলেন মোঃ জেহের আলী মন্ডল। ১৯৬২-১৯৬৬ মেয়াদে তিনি এই সিন্ডিকেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এই সংগঠনের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন। কুষ্টিয়া পরিবহন জগতে সকলের অতি কাছের প্রিয় মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি ছিলেন কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের বর্তমান সভাপতি আখতারুজ্জামানের (পিতামহ) দাদা। আখতারুজ্জামানের পিতা কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ম. আ রহিম ছিলেন তৎকালীন কুষ্টিয়া ট্রান্সপোর্ট সিন্ডিকেটের সভাপতি। তিনি ১৯৮৯-১৯৭২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। প্রয়াত ম, আ রহিম কুষ্টিয়া পৌরসভার জনপ্রিয় মেয়র হিসেবে সুনামের সাথে জনগনের সেবাই কাজ করে কৃতিত্ব রেখেছেন। আখতারুজ্জামানের শ্বশুর হাটশ হরিপুর ইউনয়িনের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত কাবিল হোসেন। তার স্ত্রীর ভাই কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ হোসেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক। আখতারুজ্জামান বর্তমানে কুষ্টিয়া জ্বালানী পরিবেশক সমিতির সভাপতি এবং জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের একাধিকবার পরিচালক এবং একবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর একমাত্র পুত্র রাকিবুজ্জামান সেতু কুষ্টিয়া চেম্বারের বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আখতারুজ্জামান সাংগঠনিক পরিমন্ডলে দীর্ঘদিন পরিবহন সেক্টরে এবং ব্যবসায়িকদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠনে কাজ করার অভিজ্ঞতা থেকে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের দায়িত্ব পালনে সচেষ্ঠ থাকবেন বলে জানিয়েছেন। তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা এবং গ্রুপের সকল সদস্যের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।