কুষ্টিয়ার কুমারখালিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫
Shadin Bangla
কৃষক নিহত

 
 
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বেলতলা এলাকায় বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে পার্শবর্তী ধানক্ষেতের মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
নিহত জহুরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন তিনি  ওই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ধানক্ষেতে কাজ করারত অবস্থায় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, "বেলতলা এলাকায় বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হ