উজ্জ্বল মাহমুদ, -কুষ্টিয়া :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক বেদনাদায়ক ঘটনার সাক্ষী হলো সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত স্বাধীন হোসেনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে পাশের সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের একটি আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। দ্রুত বিষয়টি কুমারখালী থানা পুলিশকে জানানো হলে, তারা এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বাধীন হোসেন কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে। বয়স মাত্র ২৪ হলেও জীবনের নানা টানাপড়েনে থেমে গেল তার পথচলা।
স্থানীয়রা জানান, স্বাধীন হোসেন স্বভাবতই একজন শান্ত ও নিরীহ ব্যক্তি ছিলেন। কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে।
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, “স্বাধীন দায়িত্বশীল ও নিয়মিত কর্মচারী ছিলেন। তার এমন অকাল মৃত্যু আমাদের শোকাহত করেছে।”
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়স্বজন, সহকর্মী ও স্থানীয়রা স্বাধীন হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কুমারখারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ
জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।