মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

নিউজ ডেস্ক | shadinbangla.news
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫
Shadin Bangla
দুর্ঘটনা

স্বাধীনবাংলা নিউজ :

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাওয়ার পথে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ

গতকাল রবিবার রাতে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। বাস দুটিতে করে চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা পিরোজপুর যাচ্ছিলেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০) বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) এবং জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)।  

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ড্যাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।