কুষ্টিয়ায় প্রবাসী স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। অভিযুক্তদের কাছ থেকে ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে রেজাউল ও মারুফ। পরে বুধবার (২ এপ্রিল) সকালে ওই নারীকে ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করে তারা।
এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী নারী এবং গ্রেপ্তারকৃত আসামির মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তারা চাচি-ভাতিজা।
ভুক্তভোগী নারী বলেন, “রেজাউল ও মারুফ গোপনে আমার গোসলের ভিডিও ধারণ করে পরে সেটি দেখিয়ে আমাকে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করেছে। ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেছি।”
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “পরিবারের সদস্য হয়েও এমন জঘন্য কাজ করেছে তারা। আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনেছি। পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।